Published : Friday, 13 May, 2022 at 9:20 PM, Count : 85

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১২টি গাঁজা গাছসহ আব্দুস সোহবান (৪৫) নামে এক গাঁজা চাষিকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মাদারহুদা জিকে ক্যানেল থেকে গাঁজা গাছ গুলো জব্দ করে। আটক সোহবান মাদারহুদা গ্রামের মজিবর রহমানের ছেলে।
মুন্নিগঞ্জ ফাঁড়ি ইনচার্জ এসআই রকিব জানান, সোহবান মাদারহুদা জিকে ক্যানেলের ধারে কুঁড়েঘর নির্মাণ করে গাঁজা বিক্রি ও সেবন করে আসছিল। ক্যানেলের ধারে সে গোপনে গাঁজার চাষ করতো।
সংবাদ পেয়ে শুক্রবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ১২টি গাঁজা গাছ জব্দ করে। এ সময় আটক করা হয় গাঁজা চাষি সোহবানকে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।