Published : Friday, 13 May, 2022 at 9:53 PM, Count : 465

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যশোর জেলা ট্যাক্সি, অটোরিকশা, অটোটেম্পু থ্রিহুইলার শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বাদশাহ ফয়সল স্কুলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নয়টি পদে ২২ প্রার্থীর লড়াইয়ের পর সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আজিজুল আলম মিন্টু ও সদস্য সচিব আলমগীর সিদ্দিকী আলম।
নির্বাচনে সভাপতি পদে ৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাস প্রতীকের শিমুল সরদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইকেল প্রতীকের আব্দার রহমান পেয়েছেন ৮৮ ও বাস প্রতীকের আব্দুর রহমান বাবু পেয়েছেন ২৬ ভোট। একশ’২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের ইউসুফ শিকদার। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী গোলাপ ফুল প্রতীকের আরিফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৯৮ ভোট। সহসভাপতি পদে বটগাছ প্রতীকের মেহেদী হাসান ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেজুর গাছ প্রতীকের জাকির হোসেন ৬৮ ও মই প্রতীকের ইব্রাহিম খান ৩২ ভোট পেয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে একশ’ ৩১ ভোট পেয়ে দেয়াল ঘড়ি প্রতীকের মামুন হোসেন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বালতি প্রতীকের আবুল কালাম আজাদ পেয়েছেন ৭৫ ভোট। একশ’ চার ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন হরিণ প্রতীকের সৈয়দ জাকির আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালাচাবি প্রতীকের সিদ্দিকুর রহমান পেয়েছেন ৯৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গাভী প্রতীকের মোহাম্মদ মোরশেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের নজরুল শিকদার ৬৫ ও ময়ুর প্রতীকের কাজী শফিকুল ইসলাম ২৯ ভোট পেয়েছেন। একশ’২০ ভোট পেয়ে প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন টেলিভিশন প্রতীকের সৈয়দ জাহাঙ্গীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের শফিকুল ইসলাম পেয়েছেন ৭৮ ভোট। লাইন সম্পাদক পদে ৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উড়োজাহাজ প্রতীকের মোহাম্মদ মফজেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্যাক্সি প্রতীকের জাকির হোসেন কানন ৭৯ ও সজিবুল ইসলাম রতন পেয়েছেন ২৩ ভোট। ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে একশ’১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গিটার প্রতীকের শাহিন আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিকেট ব্যাট প্রতীকের তোরাব আলী পেয়েছেন ৮১ ভোট।