Published : Saturday, 14 May, 2022 at 8:55 PM, Count : 543

নড়াইলের লোহাগড়া রামপুরার নিরিবিলি পিকনিক স্পটে অভিযান চালিয়েছে র্যাব খুলনা সদর কোম্পানি ও যশোর ক্যাম্পের যৌথ টিম। এখানে অভিযানের সময় তাৎক্ষনিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫টি বন্যপ্রাণি উদ্ধার এবং পিকনিক স্পট কর্তৃপক্ষকে জরিমানা করা হয়। একই সাথে উদ্ধার হওয়া পাঁচ প্রজাতির বন্যপ্রাণি বন বিভাগের কাছে হন্তান্তর করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৬ খুলনা সদর কোম্পানি ও যশোর ক্যাম্পের যৌথ অভিযান চলে লোহাগড়া রামপুরার নিরিবিলি পিকনিক স্পটে। পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম, লেপ্টেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান, এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় বৈধ কাগজপত্র ছাড়াই বনপ্রাণি ব্যবস্থাপনা আইন পরিপন্থীভাবে বন্যপ্রানি আটকে রাখার প্রমাণ পান অভিযানিক টিম। এখানে একটি মেছো বেড়াল, একটি অজগর সাপ, ২টি বানর ও একটি ভল্লুক আটকে রাখার দায়ে সেখানে তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রাজু আহমেদ এই মোইবাল কোর্ট পরিচালনা করেন। এসময় ২০১২ সালের ৪০ ও ৩৪(খ) ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।


একই সাথে আদালতে মামলা হয়, যার নাম্বার ৪৮/২২। এরপর উদ্ধার হওয়া বন্যপ্রাণি বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব যশোরের কোম্পানি কোমান্ডার লেপ্টেন্যান্ট এম নাজিউর রহমান জানিয়েছেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। যশোর খুলনাঞ্চলে বিভিন্ন পার্কে বিধি বহির্ভূতভাবে বন্যপ্রাণি আটকে রাখা হয়েছে। নিজেদের ব্যবসা সফল করতে আইন ভঙ্গ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একে একে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।