Published : Saturday, 14 May, 2022 at 9:11 PM, Count : 85

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কেটে শারীরিক প্রতিবন্ধী এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। নিহত ভিক্ষুকের নাম আব্দুল কাদের (৬০)। তিনি উপজেলার কাগমারী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
শনিবার সকালে শহরের আদর্শপাড়া রেলগেটের অদূরে ব্রিজের পাশে রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। তবে কখন কীভাবে তিনি মারা গেছেন তা কেউ বলতে পারেননি।
শুক্রবার রাতে ট্রেন চলাচলের কোন এক সময় এমন দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশসহ সাধারণ মানুষ ধারণা করছেন।
কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দীন জানান, ‘খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পরে রেলপুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায়। এখন বিষয়টি রেলপুলিশ দেখবে’।