Published : Saturday, 14 May, 2022 at 9:29 PM, Count : 213

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে দুই কর্মীকে ছুরিকাঘাত, টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। শহরের পশ্চিম বারান্দিপাড়া কদমতলা এলাকার আশিকুর রহমান গত শুক্রবার গভীর রাতে ছয়জনের নামে কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন।
মামলায় আসামিরা হলেন বারান্দিপাড়া সার গোডাউন এলাকার আব্দুল জলিলের ছেলে সানি, সলেমানের ছেলে সালাম, বারান্দিপাড়া কদমতলা টগরের বাড়ির পাশে মৃত আবু জাফরের ছেলে আমিন, কদমতলা মোড়ের মিজানের ছেলে শান্ত, একই এলাকার রাজন ও সদর উপজেলার চানপাড়ার মিজানের ছেলে ইব্রাহিম।
বাদী মামলায় বলেছেন, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। গত ১৩ মে বিকেলে বাদী ও তার ছোট ভাই ফারুক হোসেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের গণসংবর্ধনা অনুষ্ঠানে আসছিলেন। পথিমধ্যে বিকেল সাড়ে ৩টার দিকে শহরের খালধার রোডের সেঞ্চুরি কিন্ডার গার্টেন স্কুলের সামনে পৌঁছানোমাত্র আসামিরা তাদের পথরোধ করেন। এরপর পিস্তল ও ধারাল অস্ত্র বের করে আশিকুর রহমানকে এলোপাতাড়িভাবে আঘাত করেন। এসময় আশিকুর রহমান চিৎকার করলে তার ছোট ভাই ফারুক হোসেন এগিয়ে আসেন। এরপর তারা আশিকুর রহমান ও ফারুক হোসেনকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করেন। পরে আসামিরা আশিকুর রহমানের কাছ থেকে ১০ হাজার টাকা ও একটি সোনার চেইনসহ সাড়ে ৪৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাতেই এই ঘটনায় থানায় মামলা করা হলেও কোন আসামি আটক হয়নি।