Published : Tuesday, 17 May, 2022 at 3:19 PM, Count : 116

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মেহেদী হাসান নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও বাদুড়িয়া গ্রামের আবুল কালাম মণ্ডলের ছেলে।
নিহতের নিকটাত্মীয় আব্দুল জব্বার মোড়ল জানান, নিজেদের কৃষি জমিতে পানি দেওয়ার জন্য মোটরের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মেহেদী। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।