Published : Tuesday, 17 May, 2022 at 5:11 PM, Count : 55

চট্টগ্রামের আনোয়ারায় নিখোঁজের একদিন পর মোহাম্মদ সাকিব (২১) নামে এক তরুণের লাশ বাড়ির পাশের বিল থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাকিব উপজেলার বরুমচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছমদিয়া এলাকার মৃত দরফ আলীর ছেলে। তিনি আনোয়ারা সদরের একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন।
নিহতের বড় ভাই মো. ইয়াছিন জানান, রবিবার রাত ৮টার দিকে ঘর থেকে বের হন সাকিব। ওই সময় তার মোবাইল ফোনটি ঘরে রেখে যান।
পরিবারের লোকজন মনে করেছিল তিনি রাত্রিকালীন দায়িত্ব পালন করতে চাকরিতে গেছেন। কিন্তু সোমবার দিনভর ঘরে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সাকিবকে পাননি পরিবারের লোকজন।
এদিকে, সোমবার সন্ধ্যার সময় বাড়ির সামান্য দূরে বিলের সবজি ক্ষেতে সাকিবের লাশ দেখতে পেয়ে পরিবারে খবর দেয় প্রতিবেশীরা। রাত ৮টার সময় ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।
আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছি। রিপোর্ট পেলে ঘটনার রহস্য জানা যাবে।