Published : Tuesday, 17 May, 2022 at 9:22 PM, Count : 174
বেনাপোলে র্যাবের অভিযানে অস্ত্র ও মাদকসহ দু’জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, শ্যামলাগাছি গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে মুনসুর আলম ও নামাজ গ্রামের ইলিয়াস কাঞ্চনের ছেলে বাবু আব্বাস আলী। সোমবার রাত ৩ টা ৪৫ মিনিটে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা বেনাপোল স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ৬শ’ পিছ ইয়াবা ও ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।