Published : Wednesday, 18 May, 2022 at 8:35 PM, Count : 113

যশোরে রবিউল গাজী নামে চোর সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তার বাড়ি থেকে দু’টি ভ্যান ও একটি রিকশার বডি উদ্ধার করা হয়েছে। আটক রবিউল গাজী সদর উপজেলার নুরপুর গ্রামের জামাল গাজীর ছেলে। কোতোয়ালি থানার এসআই ফজলুর রহমান রবিউল গাজীর নামে মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, রবিউল অটো ভ্যান-রিকশা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। বিভিন্ন স্থান থেকে ভ্যান-রিকশা চুরি করে এনে বিভিন্ন অংশ পরিবর্তন করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার এসআই ফজলুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গত ১৭ মে সন্ধ্যা ৬টার দিকে নুরপুর গ্রামে অভিযান চালায়। ওইসময় তার বাড়ি থেকে দু’টি ভ্যান এবং একটি রিকশার চোরাই বডি উদ্ধারসহ তাকে আটক করা হয়।