Published : Thursday, 19 May, 2022 at 3:23 PM, Count : 235

ঝিনাইদহের কালীগঞ্জে ইঞ্জিনচালিত আলমসাধুর ধাক্কায় ইমন হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে উপজেলার পাতিবিলা এলাকায় সাদিয়া ফিলিং স্টেশনের কাছে কালীগঞ্জ-কোটচাঁদপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন উপজেলার বড় ঘিঘাটি গ্রামের মুলাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইমন। পাতিবিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধু তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর ইসলাম জানান, ইমন গুরুতর আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। উন্নত চিকিসার জন্য তাকে যশোরে রেফার্ড করা হয়। শুনেছি পথে তার মৃত্যু হয়েছে।