Published : Monday, 23 May, 2022 at 8:53 PM, Count : 93

বাংলাদেশ বারকাউন্সিলের নির্বাচন উপলক্ষে যশোর পাবলিক প্রসিকিউশন ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পিপির কার্যালয়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাদা প্যানেলকে বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতা করেন পিপি ইদ্রিস আলী। এসময় উপস্থিত ছিলেন জিপি বাহাউদ্দিন ইকবাল, স্পেশাল পিপি মোস্তাফিজুর রহমান মুকুল, সাজ্জাদ মোস্তফা রাজা, ভিপি জিপি মনোরঞ্জন কর্মকার, এপিপি আবু সেলিম রানা, বিমল কুমার রায়, আসাদুজ্জামান আসাদ, আলতাফ হোসেন ও নজরুল ইসলাম বকুল, এপিপি মিতা রহমান, শাহিনা আক্তার সুবর্ণা, আফরোজা সুলতানা রনি, জ্যোস্না সাহা পুতুল ও অঞ্জনা রানী ধর। উল্লেখ্য আগামী ২৫মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট অনুষ্ঠিত হবে।