Published : Monday, 23 May, 2022 at 9:24 PM, Count : 211

যশোরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় যুবলীগ কর্মী হোসাইন মোহাম্মদ রুম্মান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিন ভাই আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন,শহরের পুরাতন কসবা এলাকার বজলু খলিফার তিন ছেলে আরিফ হোসেন আরিফ, মোহাম্মদ আহাদ ও শাহাদত হোসেন।
মামলায় উল্লেখ করা হয়, যুবলীগ কর্মী রুম্মান ব্যবসা বাণিজ্য করতেন। পাওনা টাকা নিয়ে আসামি আরিফের সাথে তার বিরোধের সৃষ্টি হয়। গত ২৫ মার্চ রাত সাড়ে ১০টার দিকে রুম্মানকে পাওনা টাকা নেয়ার কথা বলে ঢাকা রোডের কাঁঠালতলা এলাকার জব্বারের গ্যারেজের পেছনে যেতে বলেন আরিফ। রুম্মান সেখানে গেলে তার সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রুম্মানকে ছুরিকাঘাতে জখম করে আরিফ ও তার সহযোগীরা। স্থানীয়রা রুম্মানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি আলীমুজ্জামান আলী বাদী হয়ে ওই তিনজনসহ ১১ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন।