Published : Tuesday, 24 May, 2022 at 1:20 AM, Count : 134

আজ সোমবার বিশিষ্ট কলাম লেখক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম রন্টু ও বিশিষ্ট ব্যাংকার এবং ‘আমরা মুক্তিযোদ্ধার স্ত্রী’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুমা বেগম শাহনূর জেভীনের ছোট ছেলে তমারুল ইসলাম তমালের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। করোনায় আক্রান্ত হয়ে দু’বছর আগে এই দিনে রাজধানীর একটি
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি বাবা ছাড়াও স্ত্রী ও দু’টি শিশু সন্তান রেখে যান।
আমিরুল ইসলাম রন্টু জানান, তার ছেলের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে বিভিন্ন দোয়া কর্মসূচি পালন করা হবে। তিনি তার সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।