Published : Tuesday, 24 May, 2022 at 2:40 PM, Update: 24.05.2022 6:28:30 PM, Count : 55

ফরিদপুরের বোয়ালমারীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুরে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রোগ্রামার মেহেদী হাসান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহরাব হোসেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তথ্যসেবা কর্মকর্তা বদরুন নেছা।
সভায় তথ্যকেন্দ্রের সেবাসমূহ, প্রকল্প বাস্তবায়ন অফিসের সেবাসমূহ, উপজেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণের গুরুত্ব, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়সমূহ, সাইবার সচেতনতা নিয়ে আলোচনা করা হয়। এ সময় ই-কমার্স মার্কেটপ্লেস লালসবুজ.কম ww(w.laalshobuj.com) এ মহিলা উদ্যোক্তাদের নিবন্ধন এবং এর মাধ্যমে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা করা হয়।