Published : Tuesday, 24 May, 2022 at 2:41 PM, Count : 89

মায়ানমার হতে অবৈধ ভাবে আসা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ৫৭ বিজিবি আলীকদম ব্যাটালিয়ন ৪০টি গরু আটক করেছে।
সূত্র জানায়, ২৩ মে গভীর রাতে আলীকদমের ৩৫ কিলোমিটার দক্ষিনে পোয়ামুহুড়ি সীমান্ত এলাকা হতে পোয়ামুহুড়ি-আলীকদম রোডে দিয়ে বেশ কয়েকটি ট্রাকে করে মায়ানমার থেকে অবৈধভাবে গরু আনা হচ্ছে। এ খবরে আলীকদম ৫৭ বিজিবি-এর অধিনায়ক রাত এগারোটায় দ্রুতগতিতে আলীকদমের উপজেলার দক্ষিনে সাত কিলোমিটার দূরে একটি চেকপোষ্ট স্থাপন করেন। গরু চোরাকারবারিরা বিষয়টি জানার পর গরু নিয়ে আলীকদমের রাস্তায় না এসে ট্রাক থামিয়ে রোড থেকে নেমে গভীর জঙ্গলে গরু তাড়িয়ে নিয়ে যেতে থাকেন। গোয়েন্দা তথ্যের মাধ্যমে এই খবর জেনে অধিনায়কের নেতৃত্বে বিজিবি টহল দল জঙ্গলের ভেতর দিয়ে চোরাকারবারীদের অনুসরণ করে রাত ২টা নাগাদ ৪০টি গরু আটক করতে সক্ষম হন।
বিজিবি সূত্রে জানাগেছে, এই ৪০ টি গরু ২৪ মে বান্দরবান কাস্টমস এর কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান। সীমান্ত হতে অবৈধ দ্রব্যসামগ্রী পাচার হওয়ার ব্যাপারে বান্দরবানের আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক এবং ভবিষ্যতে বিজিবি কর্তৃক এই ধরণের অপারেশন অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ।