Published : Tuesday, 24 May, 2022 at 3:08 PM, Count : 38

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ২০ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছটি ১৩০০ টাকা কেজিদরে ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকাল ৭টার দিকে দৌলতদিয়ায় পদ্মা-যমুনার মোহনায় স্থানীয় হলদার সালাম প্রামাণিকের জালে ধরা পড়ে মাছটি।
পরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার স্থানীয় আড়ৎদার মো. রওশনের আড়তে প্রতিকেজি ১২৫০ টাকা কেজিদরে মোট ২৫ হাজার টাকায় মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান শেখ পাঙ্গাসটি কিনে নেন। এ সময় স্থানীয় অনেকেই মাছটি দেখতে ভিড় জমায়।
দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের পরিচালক মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, প্রতিকেজি ১২৫০ টাকা কেজিদরে মোট ২৫ হাজার টাকায় ২০ কেজির পাঙ্গাসটি কিনে তিনি ১৩০০ টাকা কেজিদরে ২৬ হাজার টাকায় ঢাকার একজনের কাছে বিক্রি করেছেন। এখন পদ্মা নদীতে পানি বাড়ায় বড় বড় রুই, কাতল, পাঙ্গাস, ইলিশ, বাঘাইড়, বোয়ালসহ অনেক মাছ ধরা পড়ছে।