Published : Wednesday, 25 May, 2022 at 6:44 PM, Count : 69

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের উত্তর পাশে একটি বস্তিতে পুলিশি অভিযানের সময় গুলিতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরো অন্তত সাতজন।
বুধবার (২৫ মে) স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। খবর রয়টার্সের।
ভিলা ক্রুজেইরো ফাভেলায় পুলিশ ও গ্যাং সদস্যদের গোলাগুলির সময় তাদের মৃত্যু হয়।
পুলিশ বলছে, অভিযানের সময় বিভিন্ন অপরাধের সাথে জড়িত এসব গ্যাংয়ের সদস্যরা অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। আত্ম-রক্ষার্থে তারাও পাল্টা গুলি চালায়।
স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জানান, তারা সকাল চারটার দিকে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। এসময় ভিলা ক্রুজেইরোর পাশের জঙ্গল ও বস্তির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রয়টার্সের একজন ফটোগ্রাফার জানান, তিনি বিকেলেও গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন।
ঘটনার পর এক পুলিশ সদস্যসহ আহত সাতজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় হেলিকপ্টার অপরাধীদের স্থান শনাক্ত করতে সহায়তা করে।
গত বছর পুলিশ এবং মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষে ২৮ জনের মৃত্যু হয়েছিলো।