Published : Thursday, 26 May, 2022 at 3:16 PM, Count : 75

গত বছরের অক্টোবর মাসে ‘রাস্তা’ নামের নতুন একটি সিনেমার ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া। রায়হান রাফির পরিচালনায় এতে নায়ক হিসেবে সিয়াম আহমেদের নাম জানায় প্রতিষ্ঠানটি। তবে সিয়ামের বিপরীতে কে থাকবে তা বলেনি তারা। অনেকেই ভেবেছিলেন পূজা চেরি থাকবেন। কিন্তু সব জল্পনা কল্পনা গুটিয়ে দিয়ে গতকাল ‘রাস্তা’ সিনেমার নায়িকার নাম ঘোষণা করে জাজ। সিয়ামের বিপরীতে এবার দেখা যাবে নবাগত নায়িকা স্নিগ্ধা চৌধুরীকে। সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা স্নিগ্ধা বর্তমানে মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন।
এ প্রসঙ্গে স্নিগ্ধা চৌধুরী বলেন, ‘প্রথমত জাজ মাল্টিমিডিয়া দ্বিতীয়ত রায়হান রাফি এবং সিয়াম। যে মুহূর্তে বাংলা সিনেমার উন্নয়ন হচ্ছে সেই মুহূর্তে আমার জন্য এমন একটি সুযোগ সত্যি আশীর্বাদ। আশা করি আপনারা সবাই সাপোর্ট করলে। আমি ইন্ডাস্ট্রিতে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব সব সময়। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো ভালো কাজ উপহার দিতে পারি।‘
তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় নায়ক সিয়াম আহমেদ পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন মাত্র এক হাজার এক টাকা। আগামী মাসের প্রথম সপ্তাহে থেকে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে।