Published : Thursday, 2 June, 2022 at 8:33 PM, Count : 61

জনগণের আশীর্বাদ ছিল বলেই পদ্মা সেতু হয়েছে বলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। দুই বছরেরও বেশি সময় পর সশরীরের একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, পদ্মা সেতু প্রকল্প শেষপযর্ন্ত বাস্তবায়ন হয়ে গেলো। এ প্রকল্প বাস্তবায়নে নানা স্ট্রাগল ও চাপ নিয়ে একনেক সভায় খোলামেলা শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। জনগণ পাশে ছিল, জনগণের আশীর্বাদ ছিল বলেই পদ্মা সেতু। দেশের ভেতরে বাইরে অনেক প্রতিকূলতা ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা কাজটা করতে পেরেছি। এটা নিয়ে আনন্দে আপ্লুত ছিলেন তিনি। প্রধানমন্ত্রীর অনেক বড় অর্জনগুলোর পদ্মা সেতু অন্যতম। এদিকে সময়মত বিদ্যুৎ বিল পরিশোধ না করা প্রতিষ্ঠানগুলোর সংযোগ বিচ্ছিন্নের কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দেশের উত্তরাঞ্চলে স্মার্ট প্রি পেমেন্ট মিটার স্থাপন প্রকল্পের অনুমোদনকালে একনেক সভায় তিনি এ নির্দেশ দেন। এদিকে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় ও সময় বাড়িয়ে সংশোধনী আনা হয়েছে সভায়।
একনেক সভায় দারুল আরকাম মাদ্রাসা স্থাপন, পশ্চিমাঞ্চল রেলের সংস্কার, সাসেকের আওতায় স্থলবন্দর ও রাজস্ব বিভাগের উন্নয়নসহ মোট ৯ প্রকল্প অনুমোদন দেয়া হয়। মোট ব্যয় হবে ২ হাজার ৬শ৬৫ কোটি টাকা।
আমরা মনে করি, পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের মানুষের যতগুলো অর্জণ তার মধ্যে অন্যতম। আমরা এই অর্জনে গর্ব অনুভব করি।