Published : Sunday, 12 June, 2022 at 6:55 PM, Count : 104

অবৈধ ভিওআইপির কাজে সিম ব্যবহার হওয়ায় রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকসহ চার অপারেটরকে সাত কোটি ৬৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
টেলিটককে পাঁচ কোটি, রবিকে দুই কোটি, গ্রামীণফোনকে ৫০ লাখ এবং বাংলালিংককে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সম্প্রতি অপারেটরগুলোর বিরুদ্ধে শুনানি শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিটিআরসির একজন দায়িত্বশীল কর্মকর্তা রোববার (১২ জুন) নিশ্চিত করেছেন।
বিটিআরসি জানায়, অবৈধ ভিওআইপির বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থাপনা থেকে জব্দ করা সিমের বিপরীতে কমিশন কর্তৃক আরোপিত প্রশাসনিক জরিমানার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর ৬৫(৫) ধারা অনুযায়ী কমিশনে গত ১০ এপ্রিল অনুষ্ঠিত শুনানির সিদ্ধান্ত অনুযায়ী আরোপিত প্রশাসনিক জরিমানা আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।