Published : Friday, 17 June, 2022 at 9:18 PM, Count : 114

যশোরের রাজারহাট থেকে দু’ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১শ’৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন, যশোর সদর উপজেলার রামনগর মিলপাড়া এলাকার পিয়ার আলীর ছেলে ফিরোজ হোসেন ও রামনগর ধোপাপাড়ার বাসিন্দা, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার তালশহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম।
ডিবি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় এসআই আমিরুল ইসলাম ও এএসআই ইমদাদুল হকের সমন্বয়ে একটি টিম। ওই অভিযানে তাদেরকে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার দাম ৪২ হাজার টাকা। এ ঘটনায় এএসআই ইমদাদুল হক বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।