Published : Monday, 20 June, 2022 at 7:00 PM, Count : 54

টানা ২১ দিন মৃত্যুশূন্য থাকার পর দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত ৩০ মে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। সেইসাথে শনাক্তের হার পেরিয়েছে দশের ঘর।
আর গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৮৭৩ জন। আগেরদিন এ সংখ্যা ছিল ৫৯৬ জন।
সোমবার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট আট হাজার ৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। আগেরদিন এ হার ছিল সাত দশমিক ৩৮ শতাংশ।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।
সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ১৩২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৯২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ পাঁচ হাজার ৮৯৯ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের সোমবার বিকেলের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৪০ হাজার ৯৮২ জনের। সুস্থ হয়েছেন ৫১ কোটি ৯৭ লাখ ৩৩ হাজার ২৫ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫৪ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ৫৩৯ জন।
এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। সবশেষ গেলো ডিসেম্বরে ওমিক্রনের ঢেউ মোকাবেলা করেছে বাংলাদেশ।
এরপর সংক্রমণ কমার ধারায় গত পাঁচ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল চার জনে। তবে গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়তে শুরু করে।
১১ সপ্তাহ পর দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যা গত ১২ জুন আবার ১০০ ছাড়িয়ে যায়। এক সপ্তাহের মাথায় তা পৌঁছালো ছয়শ’র কাছাকাছি।