Published : Thursday, 23 June, 2022 at 2:28 PM, Count : 195

যশোরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম চলছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে যশোর। এ উপলক্ষে আজ সকালে যশোর শহরের বকুলতলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন এর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের নেতৃত্বে জেলা ছাত্রলীগ, মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি দিহান ইসলামের নেতৃত্বে মেডিকেল কলেজ ছাত্রলীগ। এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেহেদী হাসান মিন্টু ও হুমায়ুন কবির কবু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, শিল্প উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আতিকুর রহমান বাবু, উপদপ্তর সম্পাদক শহীদুল ইসলাম তরফদার, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, শ্রমবিষয়ক সম্পাদক কাজী আবদুস সবুর হেলাল, সদস্য কামাল হোসেন, সামির ইসলাম পিয়াস, প্রভাষক মোয়াজ্জেম হোসেন, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন মিঠু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব রায়, সমাজ কল্যাণ সম্পাদক বিপুল হোসেন, সদস্য কেরামত আলী, শেখ জাহিদুর রহমান লাবু, শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান মিলু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ম্যানসেল ও সোলাইমান খান রাফেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কায়েস আহমেদ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, রাকিবুল আলম হিরন ও মারুফ হোসেন, মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি দিহান ইসলাম ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, যশোর শহর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব ফিরোজ খান, জেলা ছাত্রলীগের সাবেক মানব উন্নয়ন সম্পাদক আরাফাত রহমান বাসিত প্রমুখ।
এদিকে বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি রয়েছে।