Published : Thursday, 23 June, 2022 at 9:04 PM, Count : 55

যশোর সদর উপজেলার ভায়নার মেসার্স হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে এক হাজার ৩শ’ ৯৫ পিচ ইয়াবাসহ লিটন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক লিটন যশোর শহরের ঘোপ এলাকার মৃত নওশের আলী লস্করের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
র্যাব-৬ সাতক্ষীরার ডিএডি গাফফার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল পৌঁনে ৬ টায় ওই এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে লিটন দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে লিটন হোসেনকে আটক করা হয়। তার প্যান্টের পকেট থেকে ১ হাজার ৩শ’ ৯৫ পিচ ইয়াবা উদ্ধার করে র্যাব। যার আনুমানিক মূল্য ৪ লাখ ১৮ হাজার ৫শ’ টাকা বলে র্যাবের ওই কর্মকর্তা জানিয়েছেন।