Published : Saturday, 25 June, 2022 at 4:02 PM, Count : 80

'আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু' এই স্লোগানকে সামনে রেখে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের(সিএমপি) উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) সকাল সাড়ে আটটায় এ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি পুলিশের অন্যান্য ইউনিটের সদস্যগণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এছাড়াও সমাজের নানা স্তরের মানুষ শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
এ সময় সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর বাঙালির অর্থনৈতিক মুক্তির স্বপ্নের বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, স্বপ্নের পদ্মা সেতু ১৭ কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন। সকল অনিশ্চয়তা পিছনে ঠেলে অদম্য বাঙালির স্বপ্নের চিত্রায়ন। এর ফলে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী ও দ্রুত যোগাযোগ প্রতিষ্ঠিত হল। সম্প্রসারিত হবে দেশের বিকাশমান অর্থনীতি ও পর্যটন খাত। সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শী সিদ্ধান্তের কারণে, যার সুফল ভোগ করবে দেশের মানুষ।