Published : Saturday, 25 June, 2022 at 4:47 PM, Count : 107

বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতু এবার বাস্তবে রূপ নিয়েছে। আজ থেকে সেতুতে চলাচল করবে যানবাহন। আজ পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জমকালো বর্ণাঢ্য আয়োজন সারা দেশের নেয় রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে বড় পর্দায় দেখানো হয়েছে পুরো উদ্বোধনী অনুষ্ঠান।
স্বপ্নের 'পদ্মা সেতু' উদ্বোধন উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠান সকল ৯টা থেকে শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের সাথে সাথে রাজবাড়ীতেও বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়।
এর মধ্য দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন মোঃ ইব্রাহিম টিটন, এনএসআই ডিডি মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ,
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি সুবর্ণা রানী সাহা প্রমুখ।