Published : Saturday, 25 June, 2022 at 7:27 PM, Count : 129

নড়াইলের কালিয়া উপজেলার মোল্যাবাড়ী এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলিচাপায় আসিফ মিনা (১৭) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে খড়রিয়া-নওয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আসিফ খড়রিয়া গ্রামের হিরু মিনার ছেলে। সে উপজেলার খড়রিয়া রহিমা হাবিব দাখিল মাদরাসা অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
এলাকাবাসী জানায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে মাদরাসায় যাচ্ছিল আসিফ। পথে ওই সড়কের মোল্যাবাড়ী এলাকায় বালু বোঝাই একটি ট্রলিচাপায় গুরুতর আহত হয়ে সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, ট্রলিটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।