Published : Saturday, 25 June, 2022 at 9:22 PM, Count : 157

চলতি বছরের আগষ্টে অনুর্ধ্ব-২০ এভিসি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে বাহারাইনে। এ প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ অনুর্ধ্ব-২০ ভলিবল দল। চলতি মাসের ১৬ তারিখ শাহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে শুরু হয়েছে খেলোয়াড়দের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। এ ক্যাম্পে যোগ দিয়েছেন যশোরের দুই কৃতি যুব ভলিবল খেলোয়াড়। তারা হলেন আবু সাকিব ওয়েন ও সাহারাজ হোসেন।
যশোরের এই দুই কৃতি সন্তানের বাড়ি ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা গ্রামে। আবু সাকিব ওয়েনের পিতা হচ্ছেন আবু হায়দার ও সাহারাজ হোসেনের পিতা শাখাওয়াত হোসেন।
এই আবাসিক ক্যাম্প থেকেই বাছাই করা হবে অনুর্ধ্ব-২০ ভলিবল খেলোয়াড়দের।