Published : Saturday, 25 June, 2022 at 9:22 PM, Count : 126

বাংলাদেশের গর্ব, অহংকার, আত্মবিশ্বাস ও মর্যাদার প্রতীক পদ্মা সেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেছেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা ও বিজয় অর্জনের পর আজকে বাংলাদেশের আরেকটি বিজয় ও স্বাধীনতা সূচিত হলো।’
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে যবিপ্রবি আয়োজিত কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে ৯টায়। কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। এরপর শুরু হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-কেন্দ্রীয় মসজিদ হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন তিনি।
সংক্ষিপ্ত সভা শেষে সকলে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে সরাসরি সম্প্রচারিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধনী ফলক উন্মোচনের পর উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়। এ সময় স্লোগানে স্লোগানে পুরো গ্যালারি মুখরিত হয়ে উঠে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।