Published : Saturday, 23 July, 2022 at 9:19 PM, Count : 178

সে ম্যালাদিন আগের কতা। এক ছ্যামড়ার ইশকুলির রিজাল্ট আউট বাইরো হইয়েচে। আল্লাদে আটখান হইয়ে বাড়ি আইসে গাবায় বেড়াচ্চে সেইরাম রিজাল্ট কইরেচে। ছ্যামড়াডার বাপ রিজাল্ট কাড হাতে নিয়ে দেখে তার ছাবাল মুটামুটি ভালোই কইরেচে। নতুন কিলাসে তার রোল হইয়েচে তিন। তাই দেইকে তার বাপও খুশি। যাক ছাবালডা তারি লিকাপড়ায় দিন দিন উন্নতি কইত্তেচে। এরমদ্দি ছ্যামড়াডার মামু তাইগের বাড়ি বেড়াতে আইয়েচে। মামুরে পাইয়ে ভাগ্নে দাম বাড়ানোর জন্যি রিজাল্ট কাড আইনে কচ্চে মামু, এই দ্যাকো আমার রিজাল্ট কাড। আমার কিলাসে থাড় হইচি। তাই শুইনে মামু কচ্চে, বেশ বেশ। চিস্টা দিবি যাতে সুমকির বার তোর রোল এক দুইতি আসে। তাই শুইনে ভাগ্নে কলে ঠিক আচে মামু। এরমদ্দি কি মনে কইরে মামু কচ্চে তা ভাইগ্নে তোগের কিলাসে মোট ছাত্তর সংখ্যা কয়জন? ভাইগ্নে এইবার মুকটা কাচুমাচু কইরে কচ্চে, মামু আমাগের কিলাসে ছাত্তর হচ্চে তিনজন। তাই শুইনেতো মামুর চোখ ছ্যানাবড়া!
কতাডা হালি কইরে হটাস মনে পইড়ে গ্যালো। বেশ কয়দিন ধইরে কতাডা প্যাটের মদ্দি বুগলা মাইরে উইটতেচে। মুক্কু সুক্কু মানুস জ্ঞানের বহর খাটো বিলে সুরাহা কত্তি পাত্তিচিনে। তাই আপনারা যারা সুধীজন তাইগের কাচে কোচ্চেনডা রাকলাম। হালি কইরে দেকতিচি যারা হিজলে তাইগের শুদ্দু ভাষায় লিকা বা কওয়া হচ্চে তৃতীয় লিঙ্গ। এ নিয়ে আমার কোন কতা নেই। তাইগের আরো ভালো কিচু হোক সিডা মনেত্তে দুয়া করি। হালি কইরে আরো এট্টা কতা চারিদিকি শুনি উন্নতির জন্যি কোন ভিদাভেদ রাকা যাবে না। সব জাগায় সমতা কত্তি হবে। এই জাগাডায় আমার কোচ্চেন। বিটা বিটিতি যদি সমতার কতা কওয়া হয় তালি পেত্তম, দ্বিতীয়, আর তৃতীয় লিঙ্গ কওয়া হচ্চে ক্যান? ইডাতে কি ভিদাভেদ থাইকে যাচ্চে না? কি কইরে বা কিসির ভিত্তিতে পেত্তম আর দ্বিতীয় লিঙ্গ নিদ্দারন করা হইলো? হিজলেগের যদি তৃতীয় কওয়া হয় তালি ফাস সেকেন কিডা বা কারা। এই রোল তাইগের কিডা দেলে?
মাজেমদ্দি ইরাম উজোনভাটি কোচ্চেন মাতার মদ্দি খাবি খায়। কোন উহোশ নিহেশ পাইনে। তাই আপনারা যারা সুধীজন আচেন তাইগের কাচে আমার জানতি চাওয়া। পেত্তম আর দ্বিতীয় লিঙ্গ কতি কি বুজোয়, আর কারা পেত্তম কারা দ্বিতীয়?
ইতি-
অভাগা আক্কেল চাচা
০১৭২৮৮৭১০০৩