Published : Saturday, 30 July, 2022 at 4:26 PM, Count : 103

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের এ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৪টি ভবনে প্রায় শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অভিন্ন প্রশ্নপত্রে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে একযোগে বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১ লাখ ৬১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ইবি কেন্দ্রে প্রায় ৪ হাজার ৩৪৭ জন ভর্তিচ্ছুর আসন বিন্যাস করা হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘ইবিতে সুষ্ঠুভাবে গুচ্ছের অধীনে এ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোনো সমস্যার বিষয়ে অবহিত হয়নি। আমাদের কেন্দ্রে প্রায় শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিল’