Published : Wednesday, 3 August, 2022 at 3:32 PM, Count : 199
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় শিফটে প্রথম হয়েছেন তানভীর আহমেদ নামে এক শিক্ষার্থী। তিনি ৯২ দশমিক ৭৫ পেয়ে ওই শিফটে প্রথম হয়েছেন। তবে তার হয়ে প্রক্সি দিতে এসে আটক হন রাবির ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী বায়েজিদ খান। প্রক্সি দিতে এসে আটক বায়েজিদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদ- দিয়ে জেলে পাঠায় আদালত। এছাড়াও ওইদিন আরো তিন জন প্রক্সি দিতে এসে আটক হন। মঙ্গলবার রাতে রাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।