Published : Wednesday, 3 August, 2022 at 8:21 PM, Count : 146

যশোর সদর উপজেলার তিনটি ইউনিয়নে বাছাইকরা জনকল্যাণমূলক কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ। বুধবার সকালে এইচএলপি প্রকল্পের আওতায় তারা নরেন্দ্রপুরে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান, উপশহর ইউনিয়নে বর্জ্য ব্যবস্থাপনা ও নওয়াপাড়া ইউনিয়নে ভ্যান প্রদানের মাধ্যমে দুঃস্থ মানুষকে স্বাবলম্বী করার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের রিজিওনাল ম্যানেজার রেজাউল করিম রাজু, ফিল্ড অফিসার রকিব উদ্দিন, প্রজেক্ট অফিসার সাদ আহম্মেদ, আইটি অফিসার জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ ভিত্তিক ভালো শিখন চিহ্নিত করে তা অন্যান্য ইউনিয়নে বাস্তবায়নে কাজ চলছে। বুধবার অভিজ্ঞতা বিনিময় সফরের সময় ওই তিনটি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সচিবসহ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। তারা সফরে যাওয়া কর্মকর্তাদের সাথে কীভাবে কাজ করেন এবং উপকৃত হচ্ছেন সেসব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।