Published : Wednesday, 3 August, 2022 at 9:23 PM, Count : 152

যশোরের বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে রুহুল আমিন (৩৫) ও তৌহিদুর রহমান (৩২) নামে আপন দু’ ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। তারা মৃত খিলাফত আলীর ছেলে।
প্রতিবেশী জামির হোসেন জানান, এদিন বিকেল ৫টার দিকে উঠানে বিদ্যুৎচালিত মেশিনে বিচালি কাটছিলেন রুহুল আমিন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে আসেন ছোট ভাই তৌহিদুর রহমান। ভাইকে ছটফট করতে দেখে ছোট ভাই তৌহিদুর রহমান বড় ভাইয়ের শরীর স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। টের পেয়ে বাড়ির লোকজন সাথে সাথে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেয়। এরপর গুরুতর আহত দু’ ভাইকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মৃত তৌহিদুর রহমান হোমিও চিকিৎসক ছিলেন। বাড়ির পাশে জয়নগর মোড়ে তার একটি চেম্বার রয়েছে। আর বড়ভাই রুহুল আমিন কৃষি কাজ করতেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বিদ্যুৎস্পৃষ্টে দু’ ভাইয়ের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, স্থানীয় রায়পুর ফাঁড়ি পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত হবে।