Published : Friday, 5 August, 2022 at 8:43 PM, Count : 83

বিশ^বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় এসএম সুলতান শিশুস্বর্গে চারুপীঠ যশোরের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আর্ট ক্যাম্পে অংশ নেয়া শিশুরা শিল্পী সুলতানের আঁকা ছবি ও সংগ্রহশালা পরিদর্শন করে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছবিগুলি আঁকে। ক্যাম্পে প্রায় অর্ধশত শিশু অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী. সহকারী কিটউরেটর মেহেদী হাসান রানা, চারুপীঠ যশোরের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, চিত্রশিল্পী মফিজুর রহমান রুনু প্রমুখ।
চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন।
চারুপীঠ যশোরের সভাপতি হারুন অর রশিদ বলেন, চারুপীঠ যশোরের কোমলমতি শিশুদের চিত্রশিল্পী এসএম সুলতান সংগ্রশালায় নিয়ে আসা শিশুরা বিশ্বখ্যাত এই শিল্পীর আঁকা চিত্রকর্মী, ব্যবহার্য জিনিসপত্র, শিল্পীর সমাধিসহ পুরো এলাকা ঘুরে দেখেছে। সঙ্গে শিশুদের অভিভাবকরাও এসেছে। মুলত শিল্পী সুলতানের চিত্রকর্ম ও জীবনী সম্পর্কে শিশুদের ধারণা দেয়ার জন্যই ঘুরতে নিয়ে আসা। এ ক্যাম্পে অংশ নেয়ায় শিশুরা তাদের সৃজনশীলতা বিকাশে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।