Published : Friday, 5 August, 2022 at 9:34 PM, Count : 171

যশোরের খোলাডাঙ্গায় বোমবাজি করেছে চিহ্নিত একটি চক্র। এ ঘটনায় রবিউল ইসলাম সাগর (২৮) নামে এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের খোলাডাঙ্গা ব্র্যাক অফিসের সামনে এই ঘটনা ঘটে।
ওই ব্যবসায়ীর দাবি, তাকে হত্যার উদ্দেশ্যে বোমা ছোঁড়ে দুর্বৃত্তরা। ওই এলাকার লাদেন বাবু, আশা, ইমরান, প্রান্ত ও ভাগ্নে সাগর এই বোমাবাজি করে বলে তার অভিযোগ।
আহত সাগর বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীন সাগর জানিয়েছেন, তিনি এলাকায় মাছের চাষ করেন। একই এলাকার লাদেন বাবু, আশা, ইমরান, প্রান্ত ও ভাগ্নে সাগর তার কাছে চাঁদা দাবি করে। এদিন বিকেলে এসে তারা ফের টাকা চায়। না দিলে তারা তাকে বোমা ছুঁড়ে আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে আসেন তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহাম্মেদ তারেক শামস বলেন, বোমা সাগরের বাম হাতে লেগেছে। ভর্তি করে তাকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। তিনি শঙ্কামুক্ত।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত এসএম মনিরুজ্জামান জানিয়েছেন ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।