Published : Saturday, 6 August, 2022 at 9:18 PM, Count : 53

আগামীকাল রোববার হারারে স্পোর্টস ক্লাবে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রক্ষা করার ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ এটি। বাংলাদেশ সময় দুপুর একটা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস চ্যানেল।
প্রথম ম্যাচে পাঁচ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ম্যাচ জয়ের ধারা শেষ হয় বাংলাদেশের। ২০১৩ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে জিম্বাবুয়ে।
প্রথম ম্যাচের হার বাংলাাদেশকে হতাশ করেছে। কারণ দুই উইকেটে ৩০৩ রান করেও ম্যাচটি হারতে হয় তাদের। জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও ইনোসেন্ট কাইয়ার দুর্দান্ত শতকে আট বল বাকি থাকতেই ৩০৪ রানের টার্গেট স্পর্শ করে ফেলে জিম্বাবুয়ে। ডিপ মিড উইকেট দিয়ে ছক্কায় জিম্বাবুয়ের জয় নিশ্চিত করেন রাজা। ১০৯ বল খেলে অপরাজিত ১৩৫ রান করেন রাজা। ক্যারিয়ারের প্রথম শতক পাওয়া কাইয়া ১১০ রানে আউট হন।
বাংলাদেশের টপ অর্ডার ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছে। চার ব্যাটার করেছেন অর্ধশতক। তবে ব্যাটিং উপযোগী উইকেটে ধীরলয়ে ব্যাট করেছেন অধিনায়ক তামিম। ৮৮ বল খেলে ৬২ রান করেন তিনি। গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করার জন্য ফিল্ডারদের দায়ী করেছেন তামিম।
শেষদিকে দ্রুত রান তুলতে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম। ৪৯ বলে অপরাজিত ৫২ রান করেন তিনি। শেষ পাঁচ ওভারে সাত উইকেট হাতে রেখে মাত্র ৩৯ রান করে বাংলাদেশ।
আহত হয়ে অবসর নেয়ার আগে ৮৯ বলে ৮১ রান করেন লিটন দাস। তার ফেরার পরই বাংলাদেশের অবস্থা খারাপ হতে থাকে।
দ্বিতীয় ম্যাচে ক্যাচ না ফেলার উপর জোর দিয়েছেন তামিম। সিরিজে সমতাই আনাই এখন প্রধান লক্ষ্য। যেহেতু সিরিজটি তিন ম্যাচের তাই দ্বিতীয় ম্যাচে হার ২০১৩ সালের পর জিম্বাবুয়ের কাছে প্রথম সিরিজ হার নিশ্চিত করবে টাইগারদের।
ওয়ানডের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে জিম্বাবুয়ে। এর মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশের বিপক্ষে প্রথম দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি জয়ই নয় প্রথম কোন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিলো জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে জয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে আত্মবিশ্বাস দিয়েছে জিম্বাবুয়েকে।
সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৯টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৫০টিতে জিতেছে টাইগাররা। হেরেছে ২৯টিতে।