Published : Saturday, 6 August, 2022 at 11:18 PM, Count : 150

দীর্ঘ ১৩ বছর পর শনিবার দুপুরে সরাসরি নির্বাচনের মাধ্যমে বেনাপোল পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে নাজিম উদ্দিন সভাপতি ও আবু তাহের ভারত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বড়আঁচড়া গ্রামের একটি বাগান বাড়িতে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়শ’ ৪০ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

নির্বাচনের সময় উপস্থিত ছিলেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা সদস্য সচিব সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, যশোর নগর কমিটির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রজ্জামান মধু, যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির, আশরাফুল আলম বাবু প্রমুখ।
নির্বাচনে সভাপতি পদে নাজিম উদ্দীন ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান মিলন পেয়েছেন ২৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে আবু তাহের ভারত পেয়েছেন ৩১৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শাহবুদ্দিন পেয়েছেন ২৩৪ ভোট।
এর আগে সর্বশেষ ২০০৯ সালে গঠিত হয়েছিল বেনাপোল পৌর বিএনপির কমিটি।