gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চাঁপাইনবাবগঞ্জে নয়ন হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুলাই , ২০২২, ০৫:৩৮:২০ পিএম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
1657798720.jpg
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কলোনীপাড়ার নয়নকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ১৫নং ওয়ার্ডের এলাকাবাসীর ব্যানারে নিমতলা এলাকা থেকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয়ের সমানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।ঘণ্টাব্যাপী মানববন্ধনের বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর নিখিল, নিহত নয়নের মা-বাবা লিয়াকত আলীসহ স্থানীয় এলাকাবাসী।মানববন্ধনে বক্তারা বলেন, গেলো ১০ জুলাই অর্থাৎ ঈদুল আজহার দিনে নয়য়কে পশুর মতো হত্যা করেছে চিহ্নিত অস্ত্রবাহী সন্ত্রাসী ফয়সাল, মেরাজ, আলিম, রাব্বী, আজিম, সাইফুল, গাফফর, শিমুল, ও সোহেলসহ অজ্ঞাত আরও কয়েকজন।তারা আরও বলেন, চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি উঠে আসে মানববন্ধন থেকে।হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে না আসলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয়। আগামীতে যেন নয়নের মতো আর কাউকে এ নির্মম হত্যার স্বীকার হতে না হয়।

আরও খবর

🔝