gramerkagoj
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বাংলাদেশ-লেবানন ম্যাচ রাত দশটায়
প্রকাশ : মঙ্গলবার, ১১ জুন , ২০২৪, ০৬:৫৬:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-06-11_66684e54e89d2.jpg

বাংলাদেশ সময় আজ রাত দশটায় নেবাননের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের জার্সিধারীরা। গত ৬ জুন ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই গোলে আটকে রাখার পর ক্যাবরেরার শিষ্যদের আত্মবিশ্বাস বেড়েছে। এর আগে বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে লেবাননের বিপক্ষে জিততে জিততে ড্র করেছে বাংলাদেশ। এই ম্যাচ দু’টির ফল বাংলাদেশকে ভাল খেলার সাহস যোগাচ্ছে।
বিশ্বকাপ বাছাইয়ের দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। এখন এশিয়ান কাপ বাছাইয়ে কোন গ্রুপে পড়বে তা নির্ভর করবে এই ম্যাচের ফলাফলের ওপর। কোচ ক্যাবরেরা তাই ম্যাচটি জেতার কৌশল নিয়ে খেলাবেন জামাল ভূঁইয়াদের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় খেলে যাওয়া ম্যাচে রক্ষণ নিয়েই বেশি কাজ করতে হয়েছে বাংলাদেশকে। কিন্তু লেবাননের বিপক্ষে বাংলাদেশ খেলবে পূর্ণ তিন পয়েন্টের জন্য।
এ বিষয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের কৌশল ছিল এক রকম। আর লেবানন পুরোপুরি অন্য রকম দল। আমরা লেবাননের সঙ্গে জেতার জন্যই মাঠে নামবো। দলের সবার বিশ্বাস আছে, লেবাননের বিপক্ষে আমরা তিন পয়েন্ট পেতে পারি।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝