gramerkagoj
বুধবার ● ১৬ অক্টোবর ২০২৪ ১ কার্তিক ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ক্রিকেটারদের ১৬ দফা দাবি পেশ
প্রকাশ : রবিবার, ৮ সেপ্টেম্বর , ২০২৪, ০৬:১১:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-09-08_66dd9ec928248.JPG

দেশের ৬৪ জেলার ক্রিকেটাররা ১৬ দফা দাবি নিয়ে হাজির হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। দাবি যৌক্তিক হওয়ায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা বিসিবি মেনে নেওয়ার আশ্বাসও দিয়েছে।
রোববার বিসিবিতে আসেন দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা। তারা ১৬টি দাবি সম্বলিত ‘বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটার্স এর পক্ষ থেকে দাবি সমূহ’ লিফলেট নিয়ে আসেন। যা জমা দেন বোর্ডে।
দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো, ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার, জাতীয় ক্রিকেট লিগের প্রত্যেক বিভাগে দ্বিতীয় সারির দল গঠন, প্রথম বিভাগে তিন সংস্করণের টুর্নামেন্ট আয়োজন, প্রথম বিভাগের তিন সংস্করণের লিগসহ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সেরা ৩০ জন খেলোয়াড়সহ ৯০ জন খেলোয়াড়কে বেতনের আয়তাভুক্ত করা।
এ ছাড়া আম্পায়ারিংয়ের মান উন্নয়ন, ভালো উইকেট, দেশের প্রত্যেক জেলায় ওয়ানডে ও টি-২০ লিগ ও অনুশীলনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা, বিসিবির বেতনভুক্ত কোচ যেন কোন একাডেমিতে কাজ না করেন, ঢাকার প্রথম বিভাগ লিগের ম্যাচ যেন অনলাইন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে (কোয়াব) নতুন করে পুনর্গঠন ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া, রেজিস্টার্ড কোন ক্রিকেটার চোটে পড়লে ক্রিকেট বোর্ড যেন তাদের চিকিৎসার দায়িত্ব নেয়ার দাবি জানিয়েছেন তারা।
বিসিবির নতুন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ক্রিকেটারদের এসব দাবিকে যৌক্তিক মনে করেন। যা যা করার দরকার, ক্রিকেট বোর্ড সামর্থ্য অনুযায়ী সেই জিনিসটা দেখবে বলে ক্রিকেটারদের আশ্বাস দিয়েছেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝