gramerkagoj
বুধবার ● ১৬ অক্টোবর ২০২৪ ১ কার্তিক ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে প্রবীণ দিবস উদযাপন
প্রকাশ : মঙ্গলবার, ১ অক্টোবর , ২০২৪, ০৯:৫৬:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-10-01_66fc1bb7d2896.jpg

যশোরে সাড়ম্বরে প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে। যশোর জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রবীণ হিতৈষী সংঘ ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি যশোরের উদ্যোগে মঙ্গলবার দিবসটি উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে প্রথমে র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে কালেক্টরেট সভাকক্ষে প্রবীণ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি যশোরের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহিন। স্বাগত বক্তৃতা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা।
আলোচনা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, হারুন-অর-রশিদ, প্রবীণ হিতৈষী সংঘ ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি যশোরের ভাইস চেয়ারম্যান এবিএম ফজলুর রহমান, অধ্যাপক আব্দুল মজিদ এবং প্রকৌশলী আলতাফ হোসেন।
বক্তারা বলেন, প্রবীণবান্ধব একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা এখনো পাইনি। সারা পৃথিবীতে প্রবীণরা মর্যাদাপূর্ণ অবস্থানে থাকলেও এদেশে তার উল্টো চিত্র। নবীন প্রবীণের মাঝে সেতুবন্ধন তৈরি করতে হবে। প্রতিটি শ্রেণির পাঠ্যপুস্তকে প্রবীণদের নিয়ে প্রবন্ধ রাখা উচিত। জীবনের শেষ সময়ে প্রবীণরা যাতে অবহেলিত বা একাকীত্বে না ভোগেন এজন্য তাদের জন্য আলাদা অবকাশকেন্দ্র তৈরি থাকতে হবে। প্রতিটি হাসপাতালে প্রবীণদের অগ্রাধিকারের ভিত্তিতে স্বাস্থ্যসেবা এবং নির্দিষ্ট পরিমাণ বেডের ব্যবস্থা রাখার প্রস্তাব করেন বক্তারা।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝