শিরোনাম |
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুলহাস মিয়া (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে লতিফপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধীছাত্র-জনতার আন্দোলনে হিমেল নামে এক কিশোর আহত ও দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত বছরের ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় হিমেল নামে এক কিশোর দৃষ্টিশক্তি হারায়। পরে হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে ১০০ জনের নাম উল্লেখ করে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতকে দুপুরে টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হয়েছে।