gramerkagoj
শুক্রবার ● ২১ মার্চ ২০২৫ ৭ চৈত্র ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম 'সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা' 'রিফাইন্ড আওয়ামী লীগ আসছে এপ্রিল-মে থেকে, তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে' আসিফ মাহমুদ বললেন, ‘ আ.লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক’ বুড়িমারী স্থলবন্দর ৮দিনের বন্ধ গাইবান্ধায় মলম পার্টির নারী সদস্য গ্রেফতার গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সেনাপ্রধানকে নিয়ে হাসনাতের পর এবার মন্তব্য করলেন আসিফ ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ সমাবেশ রাজশাহীর ৯১৬ চাল মিল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ এক উঠোনে আযান ও উলুধ্বনি, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
বদরগঞ্জে হারিয়ে যাচ্ছে চিরচেনা তেঁতুল গাছ
প্রকাশ : মঙ্গলবার, ১১ মার্চ , ২০২৫, ০৯:১২:০০ এএম
ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
GK_2025-03-11_67cfaa173f2d1.jpg

রংপুরের বদরগঞ্জে প্রকৃতি হতে ক্রমেই যেন হারিয়ে যাচ্ছে ব্যাপক ঔষুধি গুনসম্পন্ন উদ্ভিদ তেঁতুল।যুগ যুগ ধরেই মানুষ নানা রোগ নিরাময়ে তেঁতুল থেকে ভেষজ উপায়ে ঔষুধ তৈরির মাধ্যমে তা সেবন করে সুস্থতা লাভ করে আসছে। মানুষের অর্থনৈতিক দৈন্যদশার কারনে অত্যাধিক ব্যয়বহুল আধুনিক চিকিৎসা গ্রহন করতে পারে না।ব্যয়বহুল চিকিৎসার হাত থেকে বাচতে এক রকম বিনা খরচে স্বল্প সময়ে বহুমুখি রোগ নিরাময়ে অত্যন্ত কার্যকরি গাছের নাম হলো তেঁতুল।কিন্তু দুঃখের বিষয় প্রয়োজনীয় রক্ষনাবেক্ষন ও নতুন করে চারা রোপনের উদ্যোগের অভাবে এ ভেষজ গুনসম্পন্ন উদ্ভিদটি আজ বিলুপ্তির পথে।লিগুমাইনোসি গোত্রের সিসালপিনয়েডি উপগোত্রের এ উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম টামারিনডাস ইন্ডিকা। ভেষজবিদগনের মতে;রোগ প্রতিকারে অনেক পদ্ধতিতে তেঁতুল ব্যবহার করা যায়।রক্তে কোলেস্টেরল কমানোর কাজে বর্তমানে তেঁতুলের আধুনিক ব্যবহার হচ্ছে। নিয়মিত তেঁতুল খেলে শরীরে মেদ জমতে পারে না। তেঁতুলে টারটারিক এসিড থাকার কারনে খাবার হজমেও এটি দারুন সহায়ক। পেটের বায়ুও হাত-পা জ্বালাতে তেঁতুলের শরবত খুবই উপকারি।পেটের অম্ল,মাথাব্যাথা,ধুতরা ও কচুর বিষাক্ততা থেকে রক্ষা পেতে তেঁতুল ফলের শাঁসের শরবত খেলে শতভাগ সুফল পাওয়া যায়।
তেঁতুল পাতা সিদ্ধ করে ছেঁকে সেই পানি জিরার সাথে খেলে আমাশয় ভাল হয়। মুখের ভিতরের ক্ষত সরাতে তেঁতুল পাতার সিদ্ধপানি মুখে নিয়ে দুই তিনদিন ৪-৫ বার গড়গড়া করলে আরোগ্য পাওয়া যায়। একই পানি দ্বারা শরীরের যেকোন নতুন ও পুরোনো ক্ষতস্থান ধুঁয়ে দিলে ক্ষতস্থান দ্রুত শুকিয়ে যায়। তেঁতুলের ঔষুধি গুনাগুন ছাড়াও যাবতীয় মুখরোচক খাবার তৈরিতেও এর জুড়ি মেলা ভার।কথা হয় বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আমিনুল ইসলামের সাথে তিনি জানান; যদি এই ঔষুধি গুনসম্পন্ন উদ্ভিদটিকে সুষ্ঠরক্ষনাবেক্ষন,চারা রোপনের মাধ্যমে টিকিয়ে রাখা না যায় তাহলে একদিন হয়তঃ প্রকৃতি থেকে চিরচেনা তেঁতুল গাছটি হারিয়ে যাবে।

আরও খবর

🔝