gramerkagoj
শুক্রবার ● ২১ মার্চ ২০২৫ ৭ চৈত্র ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম 'সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা' 'রিফাইন্ড আওয়ামী লীগ আসছে এপ্রিল-মে থেকে, তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে' আসিফ মাহমুদ বললেন, ‘ আ.লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক’ বুড়িমারী স্থলবন্দর ৮দিনের বন্ধ গাইবান্ধায় মলম পার্টির নারী সদস্য গ্রেফতার গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সেনাপ্রধানকে নিয়ে হাসনাতের পর এবার মন্তব্য করলেন আসিফ ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ সমাবেশ রাজশাহীর ৯১৬ চাল মিল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ এক উঠোনে আযান ও উলুধ্বনি, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
বদরগঞ্জে রমজান উপলক্ষে টিকার খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ মার্চ , ২০২৫, ০২:২৫:০০ পিএম
ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
GK_2025-03-13_67d296586f118.jpg

পবিত্র রমজান মাস উপলক্ষে তুরস্ক সরকারের পক্ষে রংপুরের বদরগঞ্জ- তারাগঞ্জ উপজেলার ২৫০ পরিবারকে টিকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ট্যাক্সেরহাট আল আমিন মাদ্রাসা সংলগ্ন মাঠে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা গরীব দুঃখী মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহারসামগ্রীর ফুড প্যাকেজের মধ্যে ছিল চাল, তেল, ডাল, চিনি, ছোলা, আটা, খেজুর ও বিস্কুট।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও খতিব বালাপাড়া জামে মসজিদ মাওলানা আব্দুল হান্নান খান, মেনহাজুল ইসলাম, শামসুল হক সহ স্বেচ্ছাসেবীরা।
বালুয়া ভাটার সুফিয়া বেগম (৩৫) জানান, হঠাৎ করি শুনবার পাছি হামাক ঈদের জন্য উপহার দেবে। উপহার পায়া ভালই নাগিল।কয়দিন ভালো করি চলবার পামো।আল্লাহ ওমার ভালো করুক।
উপজেলার শঙ্করপুর বটতলী এলাকার আদম ইসলাম বলেন,রমজান মাসে এমন উপহার আমার জন্য খুব উপকার হইল। এখনো কেউ দেয় নাই। দেবে কিনা জানিনা।
স্বেচ্ছাসেবক মাওলানা আব্দুল হান্নান খান বলেন,এটি নিশ্চয়ই একটি পরোপকারী কাজ। এমন মহৎ কাজে অংশ নিয়ে গর্ববোধ করছি। আশা করি তুরস্কভিত্তিক সংস্থা 'টিকা ' এবারের মতো প্রতিবারেরই গরীব দুঃখীর পাশে দাঁড়াবে।

আরও খবর

🔝