gramerkagoj
মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
gramerkagoj
যশোরে খেজুর ভাঙ্গতে গিয়ে সন্ন্যাসীর মৃত্যু
প্রকাশ : সোমবার, ১৪ এপ্রিল , ২০২৫, ০৯:১৭:০০ পিএম
স্টাফ রিপোর্টার,মণিরামপুর (যশোর):
GK_2025-04-14_67fd27f53c9aa.jpg

যশোরের মণিরামপুরে চড়ক পূজায় উৎসবে খেজুর ভাঙ্গতে গিয়ে খেজুর গাছ থেকে পড়ে দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট (৩৭) নামে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৫ টার দিকে মণিরামপুর পৌরসভাধীন তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট একই গ্রামের অজিত দাসের ছেলে।

পারিবারিক সুত্র জানাযায়, চড়ক পূর্জা অর্চনা করতে খেজুর ভাঙ্গা উৎসব একত্রিত হন সন্নাসীরা। সোমবার বিকালের দিকে মণিরামপুর আর্দশ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংলগ্ন খেজুর গাছে ওঠেন সন্নাসী দেবু। এক পর্যায়ে প্রায় ৪০ফুট উচু গাছের মাথা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বলেন, ঘটনাটি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠান হয়েছে।

আরও খবর

🔝