শিরোনাম |
টি-২০’র অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার কথা নিজেই জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে ওয়ানডে ও টেস্ট চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তার। আগামী এক বছরের জন্য টেস্টের নেতৃত্ব তার কাঁধেই রয়েছে। তবে তাকে না জানিয়েই ওয়ানডের অধিনায়কত্বের দায়িত্ব মেহেদী হাসান মিরাজকে দেওয়া হয়েছে।
বিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে পরে সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। মিরাজকে অভিনন্দন জানালেও অধিনায়কত্ব যাওয়ার বিষয়ে কোনো কথা বলেননি শান্ত। নীরব থেকেছেন তিনি। তার নীরবতা ভাঙার চেষ্টা আজ সংবাদ সম্মেলনে করা হয়েছিল।
ওয়ানডের অধিনায়কত্ব নিয়ে কথা বলতে চান না শান্ত। টেস্ট নিয়ে কথা বলাটা যৌক্তিক মনে করে ২৬ বছর বয়সী ব্যাটার বলেছেন, আমার মনে হয় না, ওয়ানডের এই অধিনায়কত) বিষয়টা নিয়ে এখন কথা বলাটা যৌক্তিক। কারণ একটা টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। তাই আমার মনে হয়, এই সিরিজ নিয়ে মনোযোগ দেওয়াই যৌক্তিক।’
মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া গল টেস্টে দল ভালো কিছু করবে বলে আশাবাদী শান্ত। ভালো ফল নিয়েই দেশে ফিরতে চাওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, যে দল আমি পেয়েছি পুরোপুরি খুশি। ব্যক্তিগতভাবে আমি যাদের চেয়েছিলাম, নির্বাচকরা সেভাবেই দিয়েছেন। নির্বাচকরাও এই দলটাই চেয়েছিলেন।
সব সম্মিলিত সিদ্ধান্তেই এই দলটা হয়েছে। যেটা আমার মনে হয় ভালো দিক। দলের ভারসাম্য যদি দেখেন, চার জন স্পিনার ও চার জন পেসার। ব্যাটিংয়ে আমাদের ব্যাকআপ অপশনও আছে। তাই আমার মনে হয়, প্রতিপক্ষের শক্তি অনুযায়ী, উইকেটের কন্ডিশন অনুযায়ী দলটা সাজাতে সহজ হবে।