শিরোনাম |
আগামী বুধবার যশোর জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ কার্যক্রমের যশোর অঞ্চলের বাছাই প্রতিযোগিতা সকাল আটটায় শুরু হবে।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও নৌবাহিনীর সার্বিক সহযোগিতায় এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ বাছাই প্রতিযোগিতায় যশোর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা জেলার নয় থেকে ১৫ বছর বয়সী বালক এবং বালিকারা অংশগ্রহণ করতে পারবে।
বাছাইকৃত সাঁতারুদের ঢাকা জাতীয় সুইমিংপুলে দীর্ঘ মেয়াদী আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হবে। যশোর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খালিদ জাহাঙ্গীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।