gramerkagoj
শুক্রবার ● ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম পাশাপাশি দাফন করা হলো হামলায় নিহত পিতা-পুত্রকে আবারও গণতন্ত্র রুদ্ধ করার অপচেষ্টা চলছে: অমিত অতিবৃষ্টিতে বীজতলা নষ্ট, আমন চারা সংকটের শংকায় কৃষক কেশবপুরে জলাবদ্ধতায় বাধ্য হয়েই কাটা হচ্ছে অপরিপক্ক পাট জামায়াতের মহাসমাবেশ সফল করতে মোরেলগঞ্জে লঞ্চযোগে কর্মীদের ঢল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে বাবু সভাপতি ও রাজ্জাক সম্পাদক নির্বাচিত ঢাকায় জামায়াতের সমাবেশে অংশ নিতে রাজশাহীতে বিশেষ ট্রেন গাইবান্ধায় ইপিজেড স্থাপনের দাবিতে মানববন্ধন: সাঁকোয়া ব্রিজ এলাকায় বাস্তবায়নের আহ্বান আনোয়ারায় র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার ইয়াবাসহ নারী আটক রাজাপুরে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়
গরীবির কপালে গরমও সয় না!
প্রকাশ : সোমবার, ১৬ জুন , ২০২৫, ০৯:২৬:০০ পিএম
আক্কেল চাচা:
GK_2025-06-16_685037b2ba494.jpg

যেইরাম বাইড়েচে তাপ, সেইরাম বাইড়েচে কারেনের কুককুড়ি খেলা। কইয়ে দিলি খেলবো না সেই ভয়তে কোনটোয় কওয়ারও জো নেই। মুরুব্বীগের মুকি শুনিচি, জীবন মানে য্যানে যিরাম স্যানে সিরাম মানায় নিয়া। সারেদিন হ্যানেহোনে ভুকসি মাইরে পার কত্তি পাচ্চি, কিন্তুক ঘের খাইয়ে যাচ্চি রাত্তিরি। নিয়ম বাইন্দে হররোজ কারেন চইলে যাচ্চে রাত্তিরি। ঝড় বিস্টি বাদলা যিরাম দুযযোগ, সিরাম মনে মনে ধইরে নিচি হালি কইরে কারেনের সমিস্যাডাও এট্টা দুযযোগ!
মনে মনে গরম সওয়ানোর বুদ্দি আইটে শুতি যাচ্চি। খাটে ঘাতি মাইরে পইড়ে থাকার অভিনয় যে কতো কস্টের সে দুক্কু শুদু ভুক্তভুগিরাই বোজবে। কোনদিন ফ্যানের বাতাস নিয়ে শুয়ার সাতে সাতে কুককুড়ি খেলা শুরু, কোনদিন আন্দারে শুতি যাচ্চি, মিজাজ মজ্জি মতো কারেন আইসতেচে। গরমে গা সুতায় যাইয়ে বিচেন ভিজে যাচ্চে। হটাস কেউ দেকলি ভাববে বয়েস বাইড়ে গেচে। পোকিতির ডাকে সাড়া দিয়ার আগেই বিচেনে সারা কইরে ফেলিচি কিনা।
তেবে এট্টা জিনুস না কইয়েই পাত্তিচি নি। ময়মুরুব্বীরা কইয়ে থাকেন যতবড় খাইন বাদুক আগেত্তে যদি মনে মনে পোস্তুত থাকা যায় তালি কস্ট ম্যালা কমে। যিরাম বাড়ি খাওয়ার আগে দম বন্দ কইরে চামড়া ঢিলে কইরে রাকলি বাইড়োনডা কম লাগে, সেইরাম আর কি। পেত্তেক দিন শুয়ার সুমায় সিরাম টেরিং নিচ্চি কারেন ছাড়া ঘোম পড়ার কৌশল। ধনন্তরী ওষুদির মতো সিডা পিরায় শিকার মুকি মুকি আইসেও কাইজে যাচ্চে। তার জন্যি যতডা দোষ আমার তার চাইতি ঢের বেশি কারেনয়ালাগের।
বিচি ভাইঙ্গে কলি বুজদি যুইত হবেনে। যকন কারেন পাইজে যাচ্চে, শরীলি তকন হিট খাইয়ে যাচ্চে। আস্তের আস্তের পোস্তুতি নিতি থাকচি কারেন আর আসপে না। যত কস্ট হোক রাইত পার কত্তি হবে। তকনতে শরীলি না হলিও মনে এট্টা ঠান্ডা ঠান্ডা ভাব আইসতেচে। কস্টেশিষ্টে যেই ঘুমির ঝিমকি আসচে সেই ঝমাত কইরে এট্টু কারেন আইসতেচে। পোস্তুতির ভাব কাইটে যেই ফ্যানের বাতাসের আশা কইরে শুতি যাচ্চি এট্টুসকুনি পরে হাবরা কারেনের সেই কুককুড়ি। কারেন ছাড়া টিকার পোস্তুতিডাও মাইর, আবার বাতাসে শুয়াডও মা’র। দিবিনে দিবিনে, আশা দিয়ে কাইড়ে নিয়ার দরকারডা কি। গরীবির কপালে গরমও সয় না!
অবস্তাডা কি, আলাম কনে, মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা

আরও খবর

🔝