শিরোনাম |
যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ও বন্দবিলা ইউনিয়নে পৃথক কর্মী সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি ছিলেন দলের জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।
তিনি বলেন, ভবিষ্যতে যাতে শেখ হাসিনার মতো স্বৈরাচারী মনোভাব নিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে সেজন্য সৎ, আল্লাহভীরু নেতাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে। এজন্য যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
অধ্যাপক গোলাম রসুল বলেন, তিনি নির্বাচিত হলে বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করবেন। একইসাথে অভয়নগর, বাঘারপাড়া এবং বসুন্দিয়া এলাকার সাধারণ মানুষের ন্যয়সঙ্গত অধিকার নিশ্চিত ও যাবতীয় সুযোগ সুবিধা প্রাপ্তিতে সুবিধা দেওয়ার চেষ্টা করবেন।
জহুরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুঞ্জুর কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি হাফেজ আবুল কাশেম। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশেম রেজা, বাঘারপাড়া উপজেলা সেক্রেটারি আব্দুল জব্বার, কর্মপরিষদ সদস্য রিয়াজুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন টিম সদস্য আব্দুর রাজ্জাক, ছাত্র শিবিরের খাজুরা সাংগঠনিক থানা শাখার সভাপতি আবু ববকর মুনতাসির।
সন্ধ্যার পর বন্দবিলা ইউনিয়নের কর্মী সমাবেশে ইউনিয়ন সেক্রেটারি হুমায়ন কবীরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক খান।